দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চঞ্চল চৌধুরী। ছোট-বড় পর্দায় অসাধারণ অভিনয়গুণে হয়েছেন দেশের জনপ্রিয় তারকা। মাশরাফী বিন মোর্ত্তজা। ক্রিকেট মাঠে আলো ছড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। দুই ভুবনের এই দুজন মানুষ স্বীয় ক্ষেত্রে অনন্য অবদানের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দেশের সীমানা পেরিয়ে তাদের তারকাখ্যাতি এখন আন্তর্জাতিক মহলেও।

একদিন বিমানবন্দরে হুট করেই চঞ্চল ও মাশরাফীর দেখা। এরপর দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরা। আবেগঘন এ স্মৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন চঞ্চল।

বুধবার এক ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরী বলেন, এই তো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরা… অনেক বেশী আপন করে নেয় এই মানুষটা… এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ… মাশরাফী বিন মোর্ত্তজা।

তিনদিন আগে বিমানবন্দরে মাশরাফীর সঙ্গে চঞ্চলের দেখা হয়েছিল। সেখানেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ সফল অধিনায়কের সঙ্গে সেলফি তোলেন এ অভিনেতা।

সামনে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়া, কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেতা।

অন্যদিকে, মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ মৌসুম পার করেছে সিলেট স্ট্রাইকার্স। বর্তমানে সংসদ সদস্য হিসেবে ব্যস্ত সময় পার করছেন মাশরাফী।

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version