ঢাকা বিভাগের ১৩ জেলা, ময়মনসিংহের ৪, সিলেটের ৪, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় বুধবার (১৫ মার্চ) কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগামী ১৮ মার্চ কালবৈশাখীর আভাসটি খুবই গুরুত্ব পাচ্ছে। তা ছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় কালবৈশাখী তথা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল নেত্রকোণায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version