হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রমনীগঞ্জ এলাকার আব্দুল আজিজ এর বাড়ির পাশে থেকে একটি ‘মর্টার শেল’ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে,রবিবার বিকালে স্থানীয় কয়েকজন কিশোর বাড়ির পাশাপাশি একটি পুকুরে নামলে পানিতে মর্টার শেলটি পায়ে লাগে। তখন সেটিকে লোহা ভেবে পানি থেকে তুলে খেলতে শুরু করে।
তারপর আব্দুল আজিজ দেখে (জরুরী সেবা) ৯৯৯ কলদিয়ে পুলিশকে খবর দেয়। তখন হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। এদিকে মর্টার শেলটি দেখতে ভিড় করছেন এলাকা শত শত মানুষ জন। স্থানীয়রা বলছেন এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের বোমা।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে উদ্ধারকৃত মর্টার শেলটি সংরক্ষিত আছে কি না জানার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
দ্যা মেইল বিডি/এইচএসএস