চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় তুলার গুদামে লাগা আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
এর আগে, সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল থেকে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের কুমিরা, সীতাকুণ্ড ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। গুদামটি তুলার হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এছাড়া আশপাশে তেমন বেশি জলাশয় না থাকায় পানির যোগান পেতেও সমস্যা হচ্ছে। এখন পাশের কনটেইনার ডিপোর রিজার্ভার থেকে পানি সংগ্রহ করছি।
এদিকে, সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পরিদর্শন শেষে তিনি বলেন, আগুনের ভয়াবহতা বেশি। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তুলাভর্তি গুদামটিতে এক সপ্তাহ ধরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজের সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দ্যা মেইল বিডি/এইচএসএস