হাতিবান্ধার তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এ পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
সাগর চন্দ্র রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রী স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী শনিবার সকালে নেকমরদ থেকে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় পিকনিক করতে এসে নদীতে গোসল করতে নেমে যায়। বন্ধুরা উঠে আসলেও সাগর আর উঠে আসে না।বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানায়। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নাম্বার জলকপাটের সামনে পানির নীচে অচেতন অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, এখনও পরিবারের লোকজন আসেনি।শিক্ষার্থীর মরদেহ ডিমলা থানায় আনা হয়েছে।