ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজের সোনার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাপরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সর্বাধিক ভূমিকা পালন করবে দেশের বর্তমান তরুণ প্রজন্ম। মূলত তাদের কাঁধেই ভর করে দেশ গতিশীলভাবে এগিয়ে যাবে। তাই আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে হবে। তাদের যথোপযুক্তভাবে কাজে লাগাতে পারলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ বিষয়টি অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের দিকে বিশেষ দৃষ্টিপাত করে আসছেন। উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই যুগান্তকারী পরিকল্পনা ও তরুণ প্রজন্মের অগ্রগতির পথে অন্তরায় হয়ে আছে মাদক। মাদকের ছোবলে তরুণ যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে।
আবারো বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এপিবিএন। শনিবার (১১ মার্চ) ভোর রাতে জেলা শহরের বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্তার হোসেন, মো: সোহেল, নান্টু দাশ, রকি, মোহাম্মদ আলী, মো: শাহিন, নুরুল আলম, রমজান আলী।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে জেলা শহরের বালাঘাটার শৈলশোভা এলাকায় আক্তার হোসেনের বাড়ীতে আর্মড ফোর্স ব্যাটালিয়ন এর একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বাড়ীতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক মামলার আসামী আক্তার হোসেনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল তারা।