মদনে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিলো প্রভাবশালী মহল
মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছ আলমশ্রী গ্রামের মৌলবী বাড়ির জামে মসজিদের সামনে রাস্তার পাশে থাকা প্রায় লক্ষ টাকা মূল্যের ২টি পুরনো সরকারি রেন্টি গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল।
শনিবার (১১ ই মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, মসজিদের পাশেই ব্রীজ সংলগ্ন থাকা ২টি পুরনো রেন্টি গাছ কেটে নিয়েছে পাছ আলমশ্রী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক রকিব উদ্দিন ও তার দলবল।
এ বিষয়ে রকিব উদ্দিন বলেন, আমাদের নাঈব সাইবের অনুমতি নিয়েই আমি গাছ কেটেছি।
নায়েকপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওয়ারেছ উদ্দিন জানান, কেউ আমার কাছ থেকে গাছ কাটার কোনো অনুমতি নেয়নি। কিছুক্ষণ আগে গাছ কাটার বিষয়টি আমি জেনেছি, আর এখন সরজমিনে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, গাছ কাটার বিষয়ে আমি অতি দ্রুত পদক্ষেপ নিচ্ছি।