আরিফুর রহমান, ঝালকাঠি।।
ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার একটি বাস ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজাল ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার বিকেলে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া চৌমাথা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।
আটককৃত জুয়েল(৫৫) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া এলাকার মৃত নুর মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে।
র্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানান,গত ২০০৭ সালের ১৩ মার্চ জুয়েলের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি বাস ডাকাতি মামলা রুজু হয়। আসামী দোষী সাব্যস্ত হওয়ায় র্দীঘ দিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সে প্রেক্ষিতে আজ ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন বৈশাখিয়া চৈৗমাথা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।