সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (০৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা চত্বরে প্রথমে র‌্যালি এবং পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম,যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রেজওয়ানুল হক এবং গীতা পাঠ করেন সোমা বিশ্বাস। নারীদের মধ্যে থেকে নারী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নন্দিতা মল্লিক ও শেখ খাদিজা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু।

Share.
Leave A Reply

Exit mobile version