ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ৭ই মার্চ ( মঙ্গলবার) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, নাসরিন সুলতানা দীপা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ , রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ উপজেলার ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি করে ল্যাপটপ তুলে দেন।