চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট চারটি পদের তিনটিতে আওয়ামী ও বাম পন্থি এবং একটিতে জামায়াত পন্থি শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।তবে কোনো পদেই জয় পায়নি বিএনপি পন্থি শিক্ষক প্রতিনিধি।অধ্যাপক পদে জয় পেয়েছেন জামায়াত পন্থি শিক্ষক প্রতিনিধি।
সোমবার (৬ মার্চ) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চলে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত হলেন যারা:
সিন্ডিকেটে অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী (প্রশাসন পন্থি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী (প্রশাসনপন্থি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মো: মোয়াজ্জেম হোসাইন।