এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ(ব্লাস্ট,বিএলবি) ও পোকা(মাজরা) সম্পর্কে জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সার,বীজ ও বালাইনাশক ডিলার এবং কৃষক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ মার্চ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না,উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিটু রঞ্জন তালুকদার, ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা সদরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী,সার বীজ ও বালাইনাশক ডিলার, কৃষক বৃন্দ।
বক্তারা চলমান বোরো ধানের রোগ বালাই সম্পর্কে উক্ত মতবিনিময় সভায় অবহিত করন ও প্রতিকার সম্পর্কে বিস্তর আলোচনা করেন।