দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

যশোরের ভবদহ আন্দোলনসহ, বিভিন্ন সামাজিক, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের সংগ্রামী সংগঠক, গণশিল্পী রণজিৎ বাওয়ালীকে সমগীত সন্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার, বিকাল পোনে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জে এ সম্মাননা প্রদান করা হয়।

রণজিৎ বাওয়ালীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিল্পী রফিউর রাব্বি। মঈন ফাউন্ডেশন প্রদত্ত নগদ অর্থ তুলেদেন রথীন চক্রবর্তী। ফুলের মালা পড়িয়ে দেন সমগীত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান রেবেকা নীলা, চাদর পড়িয়ে দেন সমগীত শুভানুধ্যায়ী হাসানুজ্জামান। রণজিৎ বাওয়ালীর পরিচিতি পাঠ করেন ঈশিকা শিঞ্জন ষড়জ। নারায়ণগঞ্জ কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক বিথী ঘোষ। করেন আলী আশরাফের সভাপতিত্বে আলোচনা করেন রফিউর রাব্বি ও অমল আকাশ। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গণশিল্পী রণজিৎ বাওয়ালী বলেন, আজকের প্রদত্ত সম্মাননা যশোর জেলার ভবদহের জলাবদ্ধতা কবলিত দশ লক্ষাধিক লোকের প্রতি ভালোবাসা। আর এ ভালবাসা পেয়ে তিনি সত্যি আপ্লুত।যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন মানুষের জন্য, দেশের জন্য নিজেকে নিবেদিত রাখবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version