যশোরে ১ হাজার পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবিদ হাসান (২৮) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি যশোর সদর থানার খোলা ডাঙ্গার (গাজীপাড়া) -মোঃ রুহুল আমিন খোকনের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া নয়টায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই মোঃ শফিউর রহমান, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানার খোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি আবিদকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা শাখার এসআই মোঃ সোলায়মান আক্কাস বলেন, যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান।
এ সংক্রান্ত বিষয়ে তিনি নিজে বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।