দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ শহীদুল ইসলাম শাহীন,

ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৪টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বৃত্তি পায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৯১ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ট্যালেন্টপুলে ৫৯ জন ও সাধারণে ৭৫ জনসহ মোট ১৩৪ জন বৃত্তি পেয়েছে।মঙ্গলবার দুুপুরে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

 

তবে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবারই প্রথম শতভাগ বৃত্তি অর্জিত হয়েছে । এতে করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উচ্ছসিত। এ বিদ্যালয় থেকে এবারের বৃত্তি পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই শতভাগ বৃত্তি অর্জনে আমরা আনন্দিত।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় যে ফলাফল অর্জিত হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকুক।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version