স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চান অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ। শেখ হাসিনার বলিষ্ঠ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ সার্বিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই মনে রাখতে হবে শেখ হাসিনা যেখানে, উন্নয়ন সেখানে। তাঁর কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করেন, সংবিধানকে বিশ্বাস করেন তারাই নির্বাচনে আসবেন। আর যারা সন্ত্রাসী নীতিতে বিশ্বাস করে, যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে হয়তো তারা নাও আসতে পারে।”
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে নেত্রকোণার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়নের ইসুলিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া খানম পারভিন মনি।
এসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে জননেতা আহমদ হোসেন ইসুলিয়া বাজারে আগুনে পুড়ে একটি তুলার গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ শাহজাহান মিয়াকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।