নাহারের গতিময় চলা
পরনে জিন্স প্যান্ট আর কুর্তা,
দেখেছি তাকে প্রতিদিন কত শতবার
জীবন প্রবাহমান ভুলতে পারি না অতীতের ভালোবাসা।

প্রাচীন মধ্যযুগ আধুনিক মোঘল আমল
নাহারের রুপের আলোয় দেখেছি তাজমহল,
পেরিয়ে গেল কত বছর কত শত মাস
তুমি ছিলে বলে উচ্চশিক্ষায় পেয়েছি মোহনীয় সুবাস।

কাপা কাপা গলায় বলেছি তোমায়,মনে কি পড়ে সেই দিনের কথা
এখনো উজ্জ্বল শ্যামা তরুণীর পথে হলে দেখা, খুঁজে ফিরি তোমায় মনে নিয়ে ব্যথা,
প্রতিদিন নিয়ম করে একসাথে কাটানো সাত টি বছর
কালোর ভিরে সাদা চুল সজীব মনে ভেসে উঠে নাহারের নাকফুল।

Share.
Leave A Reply

Exit mobile version