দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-সহ তিন পদে ১৬২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯ই ফেব্রুয়ারি(রোববার) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহার করতে পারবেন।

নির্বাচন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বলেন- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে গত ২৩ই জানুয়ারি। ১৬ই মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, মো: ইসলাম উদ্দিন, মো: কফিল উদ্দিন, মো:আমিন হোসেন, মো: গোলাপ মিয়া,হাজী মো: সালাউদ্দিন সরকার ও মহিবুল্লাহ রাজা,। এ ইউনিয়নে সংরক্ষিত আসনে প্রার্থী পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৪৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মোশাররফ হোসেন দুলাল, এনামুল হক, রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, মো:লতিফ ও এমদাদুল হক মুসল্লী।

পিরুজালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, জহিরুল ইসলাম সরকার, জালাল উদ্দিন,নাসিম সরকার ও মাসুদুল কবির।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version