আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে সাধারণ মানুষদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী ইডেন ডায়াগনোস্টিক সেন্টারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি এ স্বাস্থ্যসেবার আয়োজন করেন।
ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান,স্বাস্থ্য সহকারি কবির হোসেন,প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সাংবাদিক আল নোমান শান্ত উপস্থিত ছিলেন।