দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পদার্থ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে “IELTS PREPARATION AND MEXT SCHOLARSHIP” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩২১নং কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়

সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়াও দেশের বাইরে থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিদেশে গবেষণারত একই বিভাগের সহকারী দুই অধ্যাপক বুলু রহমান ও নুর-ই আশরাফী। সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান ক্লাবের সাবেক সদস্য ও ইউনিভার্সিটি অফ টয়ামাই গবেষণারত শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম সাইফ।এছাড়াও বিভিন্ন বিভাগের একশোর অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বশেমুরবিপ্রবি পদার্থ বিজ্ঞান ক্লাব বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানকে সবার কাছে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্য নিয়ে PHYSICS CLUB এর যাত্রা শুরু হয় এবং বর্তমানে বশেমুরবিপ্রবির পদার্থবিজ্ঞান শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ক উন্মুক্ত আলোচনার অন্যতম প্লাটফর্ম “Physics Club.”

ক্লাবের সদস্যরা প্রতিসপ্তাহের শনিবারে অংশ নেয় বিজ্ঞান বিষয়ক উন্মুক্ত আলোচনায়। প্রতি সপ্তাহের মিটাপে প্রেজেন্টেশন থাকে, থাকে বিজ্ঞানের যেকোন প্রশ্ন নিয়ে সদস্যদের মাঝে আলোচনা। সপ্তাহিক মিটাপ ছাড়াও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞান এবং বিজ্ঞানে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়।

এই বিষয়ে বশেমুরবিপ্রবি পদার্থ বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবদুর রহমান মিশকাত বলেন “এটা ছিলো আমাদের ক্লাবের আয়োজনে ২য় সেমিনার। মূলত আমাদের outreach program এর অংশ হিসেবে আমরা বিভিন্ন সময়ে সেমিনার আয়োজন করে থাকি। ১ম সেমিনার আয়োজনের পর শিক্ষার্থীদের মধ্যে IELTS এর প্রিপারেশন কেমনে নিবে এবং এর বিস্তারিত জানার আগ্রহ তৈরী হয়।এছাড়া আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় MEXT scholarship নিয়ে একটা সেমিনার আয়োজনের ইচ্ছা অনেক দিন ধরেই ছিলো।সেই লক্ষ্যে আমরা এই সেমিনারটি আয়োজন করি।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version