বনানী পাড়ায় শিক্ষার্থীকে বলৎকার ; থানায় মামলা
ফেনী জেলাঃ
ফেনী শহরের বনানী পাড়ায় ১৪ বছরের একস্কুল ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ
ঘটনায় ছাত্রের মা পেয়ারা বেগম মুন্নি ফেনী মডেল থানায় মো. শাহাদাত (২০) নামের এক যুবকের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা দাযের করেন। মো. শাহাদাত, ফেনী পৌরসভার মকবুল আহম্মদ সড়কের জাহাঙ্গীর মিয়ার কলোনির মো.গোলাম মোস্তফার ছেলে। তাদেরগ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
মামলার বিবরণে জানাযায়, তিনিতার দুই ছেলেকে নিয়ে ফেনীশহরের একাডেমি এলাকার বনানি
পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।তার স্বামী প্রবাসী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তার ছেলে দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে বাসা থেকে বের হন কম্পিউটার শেখার জন্য । দীর্ঘক্ষন সে বাসায় ফিরে না আসায় তাকে অনেক খোজাখুজির পরও পাওয়া যায়নি। এক পর্যায়ে রাত ৯টায় সে বাসায় এসে কান্নাকাটি করে মাকে ঘটনার বিস্তারিত জানান।
সে তার মাকে জানান, মো. শাহাদাত নামের এক যবক তার বন্ধুদেরকে বিদায়
দিয়ে তাকে শাহাদাতের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে জোর করে দুপুর
থেকে রাত পর্যন্ত জোর করে কয়েকবার বলাৎকার করে। এসময় তাকে হত্যার
হুমকিও দেন। কাউকে ঘটনাটি বললে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে
দেয়।