আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২০২৩ উদযাপন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা,নাগরপুর ইউনিট।
শুক্রবার বিকালে উপজেলা মোড়ে অস্থায়ী কার্যালয়ে জাসাস,নাগরপুর ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আল-মামুন রাজু, সহ-সভাপতি কামরুল ইসলাম কহিনুর,সম্মানিত সদস্য ডা: এম এ মান্নান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, কোষাধক্ষ্য রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত মিয়া।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটের সাংগঠনিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।