শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহেরবিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক আয়শা খাতুনগংদের জমি দখল করে উক্ত জমিতে পানি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জসিম উদ্দিনের বিরুদ্ধে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জানা যায়, উপজেলা ৫নং গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্ৰামের হাজী সালেক মিয়ার স্ত্রী মোছাঃ আয়শা খাতুন কান্দিউরা মৌজার হাল দাগ নং-১২৭,১৩০- শ্রেণী নামা দুই দাগে জমির পরিমাণ ২৯ শতাংশ জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া নির্দেশ ১৪৪ ধারা নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালী হওয়ায় সন্ত্রাসী কায়দায় জসিম উদ্দিন,আজিমদ্দিন,গাজি মিয়া,লাল মিয়াগংরা জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আয়শা খাতুন।
এ ব্যাপারে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। আয়শা খাতুনগংদের জমি দখলের বিষয়টি নিয়ে নান্দাইল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই নূরে আলম বলেন, ওই জমি নিয়ে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। তা ভঙ্গ করলে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।