অভয়নগরে মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় ওলিয়ার রহমান (৪০) নামের এক পেশাদার চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধোপাদী গ্রামের বিলে। সে ধোপাদী গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।
জানা যায়, সম্প্রতি ধোপাদী বিলের মৎস্য ঘের মালিক ফরিদ উদ্দিন ফকিরের ঘের ও তার আশেপাশের ঘের থেকে মাছ চুরি ঘটনা ঘটছিলো। তারই প্রেক্ষিতে শনিবার রাত থেকে চারজন মিলে সারারাত ঘের পাহারা দেয়। ভোর রাতে কারেন্ট জালের সাহায্যে মাছ ধরার সময় হাতেনাতে ধরে ফেলে ঘের মালিক ফরিদ। ঘটনা জানাজানি হলে ঐ চোরকে গণধোলায় দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায় ২ মাস আগেও একই বিলের আক্তারুজ্জামান তরফদারের ঘেরের মাছ চুরির অভিযোগে থানায় শালিশী বৈঠক বসে। এবং সে মুচলেকা দিয়ে সেবার রক্ষা পায়। এছাড়াও ২ বছর আগে আমিনুর এর ঘের থেকে মাছ চুরির দায়ে মামলার আসামী হয় ফরিদ।
ঘের মালিক তরফদার নাজির উদ্দিন বলেন, সে একজন পেশাদার চোর। এরআগে বহুবার সে মাছ চুরি করে ধরা পড়েছে। কিছুদিন আগেও আমাদের ঘের থেকে নেট কেটে মাছ চুরি করেছে।
এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ফরিদ নামের একজনকে মাছ চুরির অভিযোগে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।