যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ফজলুল উলুম কারিমীয়া মাদরাসার খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইন।
এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, শনিবার (১১ ফেব্রুয়ারী) দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বজনের অংশগ্রহনে কেক কাটা ও আলোচনা সভা এবং রোববার শেষ দিনে এতিম শিক্ষাথর্ীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে যুগান্তর পত্রিকার দুই যুগ পুর্তি উপলক্ষে উপজেলা স্বজন সমাবেশ এর উদ্দ্যেগে ৩ দিন ব্যাপি কর্মসুচীর সমাপ্তি ঘটে।
এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান জনি, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, স্বজন সদস্য প্রভাষক রুহুল আমীন, সাংস্কৃতিক ব্যক্তিত বীরেশ্বর চক্রবত্তর্ী, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, ফজলুল উলুম কারিমীয়া মাদরাসার খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইন, সাংবাদিক আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া, যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন সহ অন্যান্য সাংবাদিকগন ও সামাজিক ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।