দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। 

বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা কর্মীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। ২ দেশ মিলিয়ে মোট ২৮ হাজার ১৯১ জন মানুষ মারা গেছেন।

কর্মকর্তারা আরও জানান, এই ভূমিকম্পে ১২ হাজার ১৪১ ভবন পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

তুরস্কের আদিয়ামান শহরে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত দলের উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত

এদিকে, দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পকে ‘১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ এই ভূমিকম্পে প্রভাবিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, শনিবার তারা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দাতাদের কাছে ৪২ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version