দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আল নোমান শান্ত
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাতে দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।

যুগান্তরের দুই যুগ পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার সানিয়াত সন্ধানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত বীরেশ্বর চক্রবত্তর্ী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, জীবন কুমার রাংসা, প্রধান শিক্ষক (ভার) আব্দুর রহিম, পথপাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, উপজেলা মহিলা আ‘লীগের সভাপতি বানী চক্রবত্তর্ী, উপজেলা, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন-সম্পাদক সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া, সহ অন্যান্য সাংবাদিকগন ও সামাজিক ব্যক্তিত্বগন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়াব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

উল্লেখ্য: যুগান্তরের দুই যুগ পুর্তি উপলক্ষে দুগার্পুর স্বজন সমাবেশ তিন দিনের কর্মসুচী ঘোষনা করেছে। এর মধ্যে শুক্রবার বাদ জুম্মা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাতে দোয়া, শনিবার প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা এবং রোববার সকালে এতিম শিক্ষাথর্ীদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

আল নোমান শান্ত
১১ জানুযারী ২০২৩
০১৮১৪৬১৭৮৩৪
বিঃদ্রঃ- দুগার্পুর ১১ নামে ছবি দেয়া হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version