বরগুনার পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে তামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তামিম দুপুরের খাবার খেয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে কোনো এক সময় পড়ে যায়। পরবর্তী সময়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে
উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।