দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবির পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার প্রস্তাবনা

 

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিটি নিজস্ব পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার ফাইল পাঠানো হয়েছে। এরপর একটি ফাইলও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট পাঠানো হয়েছে। সেই ফাইলের বিল অর্থদপ্তর থেকে পাস হলেই আমরা কাজ শুরু করবো। ট্রাকিং ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা সহজেই বাস কোথায় আছে সেটা জানতে পারবে।

শিক্ষার্থীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকেই পরিবহনের উপর নির্ভরশীল। পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হলে কোন বাস কোথায় আছে সেটা সহজেই জানতে পারবে। এতে আমাদের সময়ও লাঘব হবে এবং ভোগান্তিও কমবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইমরান জীম বলেন, আমার প্রতিদিন ধামমন্ডি থেকে বাসে করে ক্যাম্পাসে আসা লাগে। কিন্তু প্রায়ই আমি বাস ধরতে পারিনা ফলে ক্লাসে যেতে দেরী করি। যদি ট্রাকিং ডিভাইস লাগানো হয় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

মার্কেটিং বিভাগের ১৫ব্যাচের শিক্ষার্থী তারিক হাসান বলেন, পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত হলে আমরা যারা ক্যাম্পাসের আশেপাশে থাকিনা তাদের অনেক উপকার হবে। ট্রাকারের মাধ্যমে বাসের লোকেশন দেখে সময়মত বাসে উঠতে পারবো।

উল্লেখ্য, এর আগে রুট দেখার জন্য জেএনইউ বাস নামে একটি অ্যাপ চালু থাকলেও দীর্ঘদিন ধরে তা স্থবির হয়ে পড়ে আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version