নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাগাচারা এলাকার এক ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ হোসেন বাগাচারা এলাকার বাবুর ছেলে এবং সে মুখবধীর ছিলেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ রাতে বাগাচারা মোড়ে ক্যারাম খেলছিল। এরপর সে আর বাড়ি ফিরে যায়নি। সকালে স্থানীয়রা তাকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহাদেবপুর থানার তদন্ত ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।