দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফলে দিবসগুলো ঘিরে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার ফুল চাষিরা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে জারবেরা, গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ নানা রঙের ফুলের সমারোহ।
কৃষি বিভাগ সুত্রে জানা যায়, জেলায় প্রায় ২৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে।
ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে পরিচর্যা চলছে। সেই সঙ্গে করা হচ্ছে আগাছা পরিষ্কার, সেচ, সার ও কীটনাশক স্প্রে। বাজার দর প্রথম দিকে কম থাকলেও এখন বেশ ভালো। তবে আগামী দিবসগুলোতে চড়াদামে ফুল বিক্রি করতে পারলে সারা বছরের খরচ উঠিয়ে লাভবান হবেন এমনটাই আশা চাষিদের।
 ফুল চাষি মোমিন সরকার বলেন, আমরা প্রচুর পরিমাণে যত্ন নিয়েছি যাতে আসন্ন ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারিতে পর্যাপ্ত পরিমাণ ফুল বিক্রি করতে পারি। কারণ এর আগে যা উৎপাদন করে তা সব লোকসানে বিক্রি করতে হয়েছে।
কৃষি উপকরণে দাম বেশি হওয়ার অভিযোগ করে আরেকজন চাষি বলেন, সার আর ওষুধের দাম বেশি। তাই যদি এই তিন দিবসে ফুলের ভালো দাম পাওয়া যায়, তাহলে আমাদের কিছুটা লাভ হবে।
এদিকে ফুলের ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন  উপ সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান ।
তিনি বলেন, ফাল্গুন, ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারিসহ বিভিন্ন সামাজিক ও পরিবারিক অনুষ্ঠানের ফুলের ব্যবহার বেড়ে যাওয়ায় চাষিরা ফুল চাষ করে লাভবান হচ্ছেন। আমাদের কৃষি অধিদফতর থেকে তাদের ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদের এগিয়ে নেয়ার জন্য আমরা সর্বদা কাজ করছি।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version