বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’নওগাঁ বিল জাতীয় সংসদে পাস হওয়ায় নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলা সদরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।