আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশ জানায় বেনাপোল বন্দর থানার শিকড়ী গ্রামের পাকা রাস্তার অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রামের মৃত গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪) ও শার্শা থানার পাঁচ ভুলোট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এজাহার দায়ের করেন।