আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ (বুধবার)। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
বুধবার (১ ফেব্রুয়ারি) কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির এসব নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় এসময় তাদের বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, অধ্যাপক,সহকারী অধ্যাপক, শিক্ষকসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উচ্চমাধ্যমিকে শ্রেণির এসব নবীন শিক্ষার্থীদের কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার মধ্যে রাখার জন্য বেশকিছু নির্দেশনার কথাও জানিয়েছে কলেজ প্রশাসন।