নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মিশন খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আগামী ফেব্রুয়ারি মাসেই ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরো ঢাকায় আসবেন এবং সে সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
আর্জেন্টাইন মন্ত্রী দুই দিনের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুপুরে সাংবাদিকদের বলেন, ‘তিনি এখানে (আর্জেন্টিনার) মিশন খুললে, এটি হবে প্লাস পয়েন্ট।’
তিনি বলেন, ‘আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর্জেন্টিনার বিশ্বকাপে জয়লাভের পরে। আমি বলেছিলাম আপনি আসেন এবং সঙ্গে মেসিকে নিয়ে আসেন।’
আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওখানে একটি মিশন খুলবো। আমরা মিশন খুলতে কয়েকটি বিষয় বিবেচনা করি। আমরা ব্রাজিলে খুলেছি এবং আর্থিক বিষয় বিবেচনা করে আর্জেন্টিনায় দূতাবাস খোলা হবে।’