মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে অটোরিকশার ধাক্কায় রহিমা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে
নিহত রহিমা আক্তার উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, রহিমার দাদির সাথে তার নানির বাড়ি যাবার উদ্দেশ্যে ডিমা গ্রামের মোড়ে দাড়িয়ে ছিল। সে সময় রহিমার দাদি রহিমাকে নিয়ে রাস্তা পার হবার সময় যাত্রীবাহী অটোরিকশা বেপরোয়া গতিতে নিয়ামতপুর-গাবতলী সড়কের ডিমা মোড়ে দিয়ে যাওয়ার সময় রহিমাকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রহিমার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আইনী পক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।