ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা এডভোকেট এস.এম. রুহুল আমীন রিজভী ।
সোমবার (২৩ জানুয়ারি) জেলার সাড়ে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসী ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন ।শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ বিষয়ে এডভোকেট রুহুল আমীন রিজভী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন।তাই তাদের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় এ বছরও আমার সাধ্য অনুযায়ী শীতার্ত এবং অসহায় মানুষের মধ্যে ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছি।