মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে মোঃ জসিম গাজী (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান।
নিহত জসিম গাজী কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ৬নং ওয়ার্ডের সালাম গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জসিম গাজী ধান ক্ষেতের পাম্পে পানি ঠিকমতো জমিতে পরছে কি না তা দেখার জন্য নিজেই বিদ্যুতের কাজ শুরু করেন। পরে ধানের জমিতে যে সেচ পাম্প ছিলো সেখান থেকে বৈদ্যুতিক সংযোগ তারের মাধ্যমে অন্যস্থানে একটি বৈদ্যুতিক লাইনের সংযোগ মেইন সুইচ বন্ধ না করে দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।