দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাওরাঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান এবং মনু নদী সেচ প্রকল্পের দ্রুত পুনঃমেরামতের দাবিতে সমাবেশ করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখা।

বুধবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজারে সমাবেশটি বিকাল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় গিয়ে সমাপ্ত হয়।

হাওর রক্ষা সংগ্রাম কমিটির রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক মো. শামছুদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি- মঈনুর রহমান মগনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক- জুনেদ আহমদ চৌধুরী, বাসদ রাজনগর উপজেলার সমন্বয়ক- ইকবাল হোসেন; রাজনগর সমাজকল্যাণ সমিতি কাতারের সভাপতি- আবিদুর রহমান ফারুক, মুন্সিবাজার বনিক সমিতির সাবেক সভাপতি- আশিক মিয়া, রিকশা-ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উপদেষ্টা- মুজাহিদ আহমদ; হাওর রক্ষা সংগ্রাম কমিটি সদর উপজেলা সভাপতি- আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক- রাজন আহমদ, রাজনগর উপজেলার সদস্য সচিব- মো.খছরু মিয়া; সদস্য ডা. ফরিদ আহমেদ, সয়ফুল আলম সোহেল, দীপংকর ঘোষ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বোরোধান চাষ না হলে কৃষকেরা চরম অভাব-অনটনে পড়বেন। যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ না হওয়াতে এখনও অনেক জমিতে চারা রোপন শুরু হয়নি। তাই দ্রুত কৃষকের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যতায় হাওর রক্ষা সংগ্রাম কমিটি সাধারণ কৃষকদের সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি দেন।

উপস্থিত ছিলেন মুন্সিবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী মো. মাহমুদ মিয়া, জেলা সদস্য খচরু চৌধুরী, রাজনগর উপজেলার সদস্য রাজিব সূত্রধর প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version