মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুরুজ ইসলাম লিটন (২৯) নামের এক জনকে আটক করেছে র্যাব-৫। সে ধামইরহাট সদর থানার উত্তর চক রহমত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলের দিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর বেলায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিমসহ ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে।
আরও বলা হয়, সেসময় মোঃ সুরুজ ইসলাম লিটনের কাছ থেকে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।