এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের রৌহা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের রৌহা মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গড়াকাটা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিশরপাশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান।
রৌহা স্পোর্টিং ক্লাবের মোঃ জুনেল মিয়ার সভাপতিত্বে প্রফেসর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান,বীর মুক্তিযুদ্ধার সন্তান নিজাম উদ্দিন,জোসেল,ঝুটন,মালয়েশিয়া প্রবাসী জুলহাস, আব্দুল জলিল,,সাগর, ওলি আহমেদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেজাউল করিম পিন্টু। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি এলইডি টিভি । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় চ্যাম্পিয়ন দলের শরীফ।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি এ টুর্নামেন্টের খেলা উদ্ভোধন হয়। এতে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশ নেয়।