তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষে ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকালে সারাদেশের ন্যয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলটি যুবদল নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি নিয়ামুল হক তরফদারের নেতৃত্বে কলেজ রোড থেকে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর হয়ে শ্রীমঙ্গলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডের রেলওয়ে স্টেশন প্রাক্ষনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার যুবদল নেতা নিয়ামুল হক তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।