দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আমির আলী অভয়নগর যশোর: গত ইং ১৫ জানুয়ারী ২০২৩ তারিখ বিকাল ০৩:১৫ ঘটিকার সময় যশোর অভয়নগর থানাধীন দেয়াপাড়া গ্রামস্থ ভৈরব ব্রীজের অনুমান ৩৫০ গজ দক্ষিনে সরিষা ক্ষেতের মধ্যে অজ্ঞাত পুরুষ বয়স অনুমান ২৫ যুবকের লাশ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিভিন্ন ইউনিট। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত যুবকের মৃতদেহের সনাক্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে মৃতদেহের পকেটে থাকা চিরকুট ( যাহাতে মোবাইল নম্বর ছিল) পাইয়া মোবাইল নম্বরের ব্যক্তিকে সনাক্তপূর্বক প্রথমে তার সনাক্ত পরে সনাক্তকৃত ফরিদ এর পরিবারের লোকজনের মাধ্যমে সনাক্ত করা হয়।

জানা যায় তার নাম ফরিদ গাজী (২৫), পিতামৃত- আফিল উদ্দিন গাজী, সাং- অর্জুনপুর, থানা- কয়রা, জেলা- খুলনা এ/পি- গুয়াখোলা,(শাহীমোড়, জেলেখা এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-অভয়নগর, জেলা-যশোর। তার পিসি/পিআর যাচাইকালে দেখা যায়, তার বিরুদ্ধে ১টি ধর্ষণ মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে। ঘটনা সংক্রান্তে অজ্ঞাত লোকের বিরুদ্ধে নিহতের ভাই ফারুক গাজীর এর লিখিত অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানার মামলা নং-১৩, তাং- ১৬/০১/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে মাঠে নামে থানা ও ডিবি পুলিশ। অভয়নগর থানার পুলিশ ও ডিবি যশোরের এলআইসি টিম ইং ১৬/০১/২০২২ তারিখ বিভিন্ন জায়গায় অভিযান শেষে আসামীদের সনাক্ত পূর্বক বেলা ১৩:৪৫ ঘটিকার সময় অভয়নগর থানাধীন নর্থ বেঙ্গল সাকিনে অভিযান পরিচালনা করে জড়িত ২ জনকে আটক করে তাদের স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শণ বিভিন্ন তদন্ত কার্যক্রম করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ফরিদ ও আসামী শান্ত জেল হাজত থেকে পরিচিত হয়। পরে ফরিদের ডাকে নড়াইল থেকে শান্ত ও সাকিব কাজের সন্ধানে অভয়নগর আসে। নর্থ বেঙ্গলে একটি বাসার একটা কক্ষ ভাড়া নিয়ে সেখানে ইং ২২/১২/২০২২ তারিখ হতে বসবাস করে জাহাজের স্কট পার্টি হিসেবে কাজে নিয়োজিত থাকতো। স্কট পার্টি হিসেবে দায়িত্ব পালন করে যে টাকা উপার্জন করেছিল সে টাকা শান্ত ও সাকিবের হাতে না দিয়ে ফরিদ তাদেরকে হোটেলে খাওয়া দাওয়া বাবৎ কেটে নেয়। পরে সেই টাকা চাইতে গেলে ফরিদ উল্টো তাদের উপর চড়াও হয় এবং ফরিদের দেওয়া শীতবস্ত্র পরিধান করায় প্রতিদিন ২০০/- টাকা করে চায়। এই নিয়ে বাকবিতন্ডা হয়। ফরিদ কাজের অবসরে বিভিন্ন সময় ছিসকা চুরি করতো । একপর্যায়ে আসামী শান্ত ও সাকিব সেলু মেশিন চুরি করার প্রলোভন দেখিয়ে খেয়াঘাট পার হয়ে ব্রীজের কাছে সরিষা ক্ষেতে নিয়া গলা চাকু দ্বারা পোচ দিয়ে জবাই ও স্ট্যাপ করে হত্যা করে লাশ ফেলে দিয়ে হত্যাকাজে ব্যবহৃত চাকু বেঙ্গল টেক্সাটাইল মিলের ওয়ালের পাশে পুতে রাখে ও রক্তমাখা কাপড় ভৈরব নদীতে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। শান্ত (২১), পিতা- সাখাওয়াত মোল্যা,
২। সাকিব মোল্যা (২১), পিতা- ছবুর মোল্যা, উভয় সাং- যদুনাথপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল। উদ্ধারকৃত আলামতঃ
১। হত্যাকাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version