পরশুরামে জমি থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল থেকে পুলিশ মর্টার শেলটি পাহাড়া দিচ্ছে।
জানা যায় গত শনিবার (১৪ জানুয়ারি) সকালে পরশুরাম পৌর এলাকার গুথুমা বাজার সংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম জানান স্থানীয় এক কৃষক জমিতে মাটি কাটার সময় মটর শেলটি দেখতে পায়, পরে স্থানীয় শিশুরা মটর শেলটি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে আবার নিরাপদ স্থানে মাটিতে পুঁতে রাখা হয়। ওসি আরো জানান বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে রবিবার সকালের মধ্যে বোমা নিষ্ক্রিয় ইউনিট মটর শেলটি নিষ্ক্রিয় করার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু সাঈদ চৌধুরী জানান শনিবার সকালে স্থানীয় কয়েকজন শিশু মটার শেলটি উদ্বার করে তার কাছে নিয়ে আসলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বিজেপি ও পুলিশকে অবৈধ করেন।
পরে বিষয়টি জানতে পেরে গুথুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা পরশুরাম থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে আবার মাটিকে পুতে রাখা হয়।
ওসি আরও জানান, মর্টার শেলটি এখনো নিস্ক্রিয় কিনা তা বলা যাচ্ছেনা। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে। তারা এলেই বোঝা যাবে।
পরশুরামে গুথুমা ও আশ পাশের কয়েকটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় এ এলাকায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।