দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ্য মাদক দ্রব্য হেরোইন বিক্রির দায়ে মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আবুল মনছুর মিঞা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি মমিনুল ইসলাম ওরফে মদন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর (পাঁচপাড়া) গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২৯ জানুয়ারি পুলিশ জানতে পারে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাঁচপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অবৈধ মাদক দ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয় চলছে। পরে পুলিশ সেখানে মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালায়। এ সময় আসামিরা পালিয়ে যাওয়ার সময় মমিনুল ইসলাম ওরফে মদনকে হিরোইনসহ গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার লুঙ্গীর কোচা থেকে ১শ ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনা মমিনুল ইসলামকে আসামি করে পুলিশ বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
রাষ্টপক্ষের আইনজীবি ফারুক আহম্মেদ প্রিন্স রায় ঘোষনা নিশ্চিত করে বলেন, এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আসামীর অপরাধ প্রমাণিত হয়েছে। তার কাছে ১শ ৫০ গ্রাম হেরোইন বিক্রির দায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জড়িমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রায় ঘোষনার পর আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো শফিকুল ইসলাম শফিক।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version