শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: থেমে নেই মিয়ানমার থেকে অবৈধ গরু ব্যাবসা বান্দরবান জেলা, নাইক্ষ্যংছড়িতে চোরাকারবারি ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে অভিযান জোরদার করেছে নাইক্ষ্যংছড়ি আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এরই মধ্যে মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ৪২টি গরু জব্দ করেছে পুলিশ ও বিজিবি। যার মধ্যে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জব্দ করেছে ১৯টি গরু এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জব্দ করেছে ২৩টি গরু।
শুক্রবার (১৩ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ির অলীক্ষ্যং মিরঝিড়ির একটি রাবার বাগানে বাইশারী তদন্ত কেন্দ্রের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ টি গরু জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিয়ানমার থেকে চোরাই পথে আসা এসব গরু মালিক বিহীন অবস্থায় জব্দ করে করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা।
উল্লেখ্য, গত ৩ মাসে মিয়ানমার থেকে চোরাইপথে পাচার হয়ে আসা ৫ শতাধিক গরু জব্দ করে বিজিবি ও পুলিশ।
সকাল সাড়ে ৭টায় ১১ বিজিবির ক্যাপ্টেন নুর ফয়সল মেহমুদের নেতৃত্বে টহল দল নাইক্ষ্যংছড়ি সদর থেকে আনুমানিক ৭ কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশ অভ্যন্তরে ঈদগড় কালিরছড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও জব্দ করা হয় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ২৩টি গরু।