রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাঁটা, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জেলা পরিষদ এ্যাডভোকেট মমতাজুল হক। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ (আপেল), বিশেষ বক্তা হিসেবে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, (ডোমার-ডিমলা) নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), ডিমলা সদর ইউনিয়ন আ,লীগ সভাপতি মো. ইব্রাহিম কামাল (ডিআই), সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আ,লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো. ফেরদৌস পারভেজ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও টেপাখরিবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ময়নূল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাইয়েন কাদির কানন প্রমুখ।