তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার সড়কে পুরষাই এলাকায় সিএনজি অটোরিক্সা ও নোহা গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ৭ জন গুরুত্বর আহত হয়েছেন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ৭জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে কুলাউড়া থেকে ১টি নোহা গাড়ী ও সিএনজি অটোরিক্সা রবিরবাজারের দিকে যাচ্ছিল এ সময় পুরষাই চৌমূহনী এলাকায় পৌছা মাত্র বিয়ের বরযাত্রী বহণকারী নোহা গাড়ীটি অটোরিক্সাকে ওভারটেক করে সামনের দিকে যেতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিক্সা টি দুমড়ে-মুছড়ে যায়, ঘটনাস্থলেই ফাহিদ (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়। ফাহিদ কুলাউড়া সদর ইউনিয়নের হাসনপুর গ্রামের বকুল গাজীর ছেলে। দুর্ঘটনায় তার মা স্থানীয় ব্রাক স্কুলের শিক্ষিকা আছমা বেগম (৩৫) গুরুত্বর আহত হন। এছাড়াও আহতরা হলেন নোহা গাড়ীর যাত্রী উপজেলার ভূকশিমুইল ইউনিয়নের বাদে ভূকশিমুইল গ্রামের নজিব আলী (৬২), একই গ্রামের শামছুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মোহাম্মদ মামুন (১০) এবং সিএনজি অটোরিক্সার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের সবুজ মিয়া (২৪) কর্মধা ইউনিয়নের বারুয়াকান্দি গ্রামের আফজল খান (৩৯)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, দুর্ঘটনার পর নিহত আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।