দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডা.এম এ মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃটাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে নবযোগদানকৃত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার ভুমি মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

পরিচিতি ও মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন (আনসার সেড) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ২০২২-২০২৩ চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করেন। পরে শিক্ষা সমাবেশে যোগদান ও উপজেলা ভুমি অফিস নাগরপুর এর রের্কডরুম বর্ধিতকরণ ও সুসজ্জিতকরণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version