দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেওয়ান রানা, মদন( নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা মদন- কেন্দুয়া সড়কে “ঘুনিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লীসড়ক অবকাঠামো পূনবার্সন” শীর্ষক প্রকল্পে নিম্নমানের ইটের খোয়ার সাথে বালি ব্যবহার করে চলছে রাস্তার নির্মাণ কাজ।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, মদন চৌ-রাস্তা হতে কাইটাইল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তোরণ
পর্যন্ত ৫ কিলো ৩০০ মিটার রাস্তা সংস্কার কাজ চলছে। এ জন্য ৫ কোটি টাকা উপরে বরাদ্দ দেওয়া হযেছে। এম এ ওহাদ নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান কাজটি করতেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইটের খোয়ার সাথে বালু মিশ্রিত করে রাস্তায় কাজ করছেন ঠিকাদার। নির্মানাধীন সড়ক এলাকার বাসিন্দা আলতু মিয়া,জলিল, মজিদ, মতি,আলম,অভিযোগ করেন নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মানের কাজ করা হচ্ছে। তাদের আশংকা, এভাবে কাজ শেষ করা হলে অল্পদিনের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে ও চলাচলের অনুপযোগী হয়ে যাবে।

নিম্নমানের ইটের খোয়ার সাথে বালু মিশ্রণের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার এমএ ওহেদ এন্টারপ্রাইজের মালিক জানান, বালু যেখানে দেওয়ার কথা সেখানে দেয়া হচ্ছে, ইটের খোয়া পরীক্ষীত। তখন তিনি আরো বলেন, তোমাদের শুধু আমার কাজটাই চোখে বাসে অন্যকিছু দেখো না, আরো তো কাজ আছে সে গুলো দেখ। তখন তিনি সাংবাদিকের বাড়ির ঠিকানাও জানতে চান। উপজেলা প্রকৌশলীর অফিস হতে আপনাকে নিম্নমানের কাজ করায় কারন দর্শানো নোটিশ দিয়েছেন, এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মান কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে। তবে গত সপ্তাহে কাজ নিম্নমানের করায়, কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version